পশ্চিমবঙ্গের এই এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দপ্তর! জারি করা হল হলুদ সর্তকতা!









নিজস্ব প্রতিবেদন :- রাজ্যে বর্ষার শুরু একটু দেরিতে হলেও যেভাবে শুরু হয়েছিল বর্ষার প্রকোপ তাতে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল গোটা রাজ্যবাসী । একাধিক জায়গায় জল জমে যাওয়ার ঘটনা আমাদের সামনে উঠে এসেছিল । এমনকি যানবাহন পরিষেবা রীতিমতো অচল হয়ে গিয়েছিল বেশ কয়েকদিনের জন্য । এর প্রভাব কেটেছে এমনটা বলা যেতে পারে । আকাশ এই মুহূর্তে ঝলমলে রয়েছে ।




কিন্তু পুনরায় আলিপুর আবহাওয়া দপ্তর খবর শোনাচ্ছে তাতে রীতিমতো চিন্তার ভাঁজ সৃষ্টি হচ্ছে পুনরায় রাজ্যবাসীর কপালে । উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর । মূলত মৌসুমী অক্ষরেখার স্থান পরিবর্তনের জন্য এই ঘনঘটা দেখা যাচ্ছে বলে জানাচ্ছে তারা । এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে রয়েছে যা ক্রমশ দক্ষিণ দিকে সরে যাচ্ছে প্রতিনিয়ত এর ফলে তামিলনাড়ু এবং রাজস্থানের উপর ভারী বৃষ্টিপাত হতে পারে ।




এমনকি সতর্কবার্তা জারি করা হয়েছে হায়দ্রাবাদে । এদিন শুক্রবার হিমালয়ের পাদদেশে থাকা পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যা চলবে শনিবার পর্যন্ত । এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিসের খবর মতে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দুই দিনাজপুর এবং মালদহের প্রবল বর্ষণ হতে পারে । শনিবার সকালেও উত্তরের এই পাঁচ জেলায় ভালই বৃষ্টি হবে ।




তবে প্রবল বর্ষণের জেরে আবহাওয়ার খুব একটা তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। আজ প্রায় প্রায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা ,মেদিনীপুর ,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ,নদীয়া জেলাগুলিতে ব-জ্রবি’দ্যুৎ-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে ।বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শনিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।











