লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর! ব্যাংক খোলা রাখতে হবে এই সময় পর্যন্ত! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:- পানাগর এর শিল্প তালুকের উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একরাশ নতুন সিদ্ধান্ত ঘোষণা করল । এবং এই সিদ্ধান্ত আগামী দিনে উজ্জ্বল করবে রাজ্যের নাম সে ব্যাপারে নতুন করে বলার কোন অপেক্ষা রাখেনা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য জারি করেন । আমরা জানি যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে লক্ষী ভান্ডার প্রকল্পের কাজ কর্ম ।




এই লক্ষী ভান্ডার প্রকল্প আবেদন পত্র গ্রহণযোগ্য হবে তখনই যখন আপনার কি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকবে । তাই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার জন্য হিড়িক লেগে গেছে জন তাদের মধ্যে । খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক গ্রাহকের একাউন্ট খুলতে হচ্ছে বলে ব্যাংকের কর্মীরা রীতিমতো নাজে-হাল হয়ে পড়ছে । তার পাশাপাশি একাধিক ত্রুটি দেখা দিচ্ছে কাজের মধ্যে ।




তাই তাদের কথা চিন্তা করে ঐদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এবার থেকে ব্যাংকের সময়সীমা অর্থাৎ ব্যাংক খোলা রাখার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো । এর আগে দশটা থেকে তিনটে পর্যন্ত ব্যাংক এর সময়সীমা ছিল কিন্তু এবার তা বাড়িয়ে দেওয়া হল । পানাগর এর সেদিন ওই শিল্পতালুক এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যে প্রায় ৩০ টি হেলিপ্যাড তৈরি হয়েছে ।।আগামী দু’বছরের মধ্যে কাজী নজরুলকে আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত করার লক্ষ্যে রয়েছে রাজ্য সরকারের ।




মুখ্যমন্ত্রী আরও বলেন, “দেশের মধ্যে আইটি সেক্টরের গন্তব্য এখন বাংলা।ডেটা সেন্টার গুলোর জন্য রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে। ২০ হাজার কোটি টাকা বিনিয়োগে চার হাজার কর্মসংস্থান হবে।” মমতা স্পষ্টই বুঝিয়ে দেন তাঁর পাখির চোখ শিল্প। তিনি জোর দেন দেউচা পাচামি প্রকল্পে। বলেন, “আমার পরের ডেস্টিনেশন দেউচা-পাঁচামি। আর দুতিন মাসের মধ্যে আশাকরি শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ের।




প্রথম পর্যায়ের কাজের জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকারের নিজের রয়েছে।দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য চাকরি দেবো, ঘর দেবো, স্কুল করে দেবো, সব করে দেবো।” তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সাধারণ নাগরিকদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং ব্যাংক কর্মচারীদের যাতে কোনরকম ভোগা-ন্তির শি-কার না হতে হয় তাই এবার থেকে সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা অব্দি থাকবে সমস্ত ব্যাংক।



















