








নিজস্ব প্রতিবেদন:-আপনারা যদি কেউ গ্রামেগঞ্জে কোনদিন গিয়ে থাকেন তাহলে একটি বিষয় ভালোমতো লক্ষ্য করে দেখবেন সেটি হলো মাছ ধরা । বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে গ্রামের মাঝিরা বা জেলেরা মাছ ধরে থাকে এবং এই পদ্ধতি আপনাকে আবেগপ্রবণ ও আপ্লুত করে তুলবে এ ব্যাপারে নিশ্চিত । কিন্তু সে ক্ষেত্রে যে বিষয়টি আপনি দেখতে পাবেন যে মাছ ধরছে শুধুমাত্র ঘরের ছেলে বা পুরুষেরা । মহিলার কিন্তু এর সাথে কোন রকম সম্পর্কযুক্ত নয় । কিন্তু এবার সেই ঘটনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল এই ভিডিওটি ।




সম্প্রতি বেশ কিছুদিন আগে নৌকা করে মাছ ধরার বিভিন্ন ভিডিও আমরা দেখেছিলাম ।তার পাশাপাশি দেখেছিলাম গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলেরা অভিনব পদ্ধতিতে পুকুর থেকে মাছ ধরছে ।অর্থাৎ তারা যে পারদর্শী সেটি আপনারা তাদের এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন । তবে সম্প্রতি যে ভিডিওটি দেখা গেছে সেটি বাকি সকলে থেকে যথেষ্ট পরিমান আলাদা সেটা আপনি ভিডিও দেখলে উপলব্ধি করতে পারবেন ।




আমরা কিছুদিন আগে নৌকা করে মাছ ধরার বা নৌকার মধ্যে চেপে জাল ফেলে মাছ ধরার ঘটনা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । এবারো সেই ঘটনারই দেখলাম কিন্তু এবার জাল ফেলে মাছ ধরেছে গ্রামের এক যুবতী । একদমই ঠিক ধরেছেন যুবক নয় বরং যুবতী ধরছে’ মাছ । এবং এই ঘটনা কোথাও যেন নারীশক্তিকে সমাজের গভীরভাবে প্রতিষ্ঠা করছে আরো একবার।




সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বর্ষার জলে ঘরের সামনের অবস্থা রীতিমতো জলাশয়ের পরিণত হয়েছে ।এবং সেখানে মাছ থাকতে পারে এই অনুমান করে নৌকোতে করে এক যুবতী জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে । অভিনব পদ্ধতি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে । ছড়িয়ে পড়েছে সর্বত্র ।এসেছে প্রচুর মন্তব্য । তার পাশাপাশি ওই যুবতী সাহসিকতা এবং দুঃখ তাকে প্রশংসা জানিয়েছেন অনেকে ।











