জন্মাষ্টমীর দিনে রাধা রূপে ধরা দিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন! নেট দুনিয়ায় দারুন ভাইরাল হলো মিষ্টি এই ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- কখনো টাপুর টুপুর কখনো আবার তুমি আসবে বলে বর্তমানে করুণাময়ী রানী রাসমণি । সব ধারাবাহিকে কিন্তু স্বাবলম্বী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন । তাঁর হাসিখুশি মিষ্টি চেহারা এবং অভিনয় দক্ষতা দেখে রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে যায় দর্শকেরা । তাইতো তার অভিনীত বিভিন্ন ধারাবাহিক গু-লি জনপ্রিয়তার নিরিখে আজও অনেকখানি এগিয়ে রয়েছেন ।




কিন্তু এবার সেই সন্দীপ্তা সেন কে দেখা গেল নিজের কৃষ্ণের জন্য রাধা সেজে অপেক্ষা করতে । সম্প্রতি জন্মাষ্টমী উপলক্ষে বাংলার প্রতিটি প্রান্তর সেজে উঠেছিল । ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রায় প্রতিটি বাড়িতে পুজো অর্চনা হয়ে থাকে এবং অনেকেই রাধা রূপে নিজেকে আত্মসমর্পণ করে কৃষ্ণের কাছে । সেই তালিকা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না অভিনেত্রী সন্দীপ্তা সেন । প্রসঙ্গত উল্লেখ্য সন্দিপ্ত সেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু যথেষ্ট পরিমাণে সক্রিয় থাকে ।




মাঝেমধ্যেই বাড়িয়ে তোলে তার জনপ্রিয়তা বিভিন্ন ছবি এবং ভিডিও মাধ্যমে । কখনো আবেদনময়ী ছবি কখনো আবার একদমই সাধারণ লুকে ধরা দেন তিনি । তবে সম্প্রতি যেভাবে তিনি সকলের সামনে এসেছেন সেরকম ভাবে এর আগেও অভিনেত্রীকে কেউ কখনো দেখেনি । সম্প্রতি নিজের সেই রাধিকা সাজে সোশ্যাল মিডিয়াতে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে নিজেকে ফুলের সাজে সাজিয়ে তুলেছেন সন্দীপ্তা।




ছবিতে দোলনায় বসে দোল খেতে দেখা গেছে তাকে। জন্মাষ্টমীর দিন সকালেই এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী, আর পোস্ট করা মাত্রই হাজার হাজার অনুরাগীদের ভালোবাসায় ভরে উঠেছে তার কমেন্ট বক্স। জন্মাষ্টমী দিন তার ঘর যে জাঁকজমকপূর্ণ ভাবে সেজে উঠেছিল সেটি আর নতুন করে বলার কোন অপেক্ষা রাখে না । সেটি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ।তবে নেটিজেনদের একাংশে এমনটা মনে হয়েছে যে সন্দীপ্তা সেন হয়তো কোন কৃষ্ণের জন্য অপেক্ষা করছে ।
— Bengal News Media (@media_bengal) September 1, 2021











