আগামী মাস থেকেই বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন! জেনে নিন আসল কারণ! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- এবার খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে আগামী মাস থেকে আপনার রেশন যদি আপনি এই কাজটি না করে থাকেন। আমরা জানি যে ইতিমধ্যে গোটা দেশজুড়ে শুরু হয়ে গেছে একটি প্রকল্প বা নতুন নিয়ম যে নতুন নিয়ম অনুসারে বলা হচ্ছে যে এই ভারতবর্ষের যেকোনো বাসিন্দা ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে রেশন তুলতে পারবে । এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন।




এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য মূলত যে কাজটি করার দরকার পড়বে সেটি হল রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ । কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এমন অনেক জায়গায় রয়েছে যেখানে আধার কার্ডের সাথে রেশন কার্ড সংযুক্তিকরণ করা হয়নি। যার ফলে সেই সমস্ত গ্রাহকদের বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা সম্পূর্ণ রকম ভাবে। এ বিষয়ে বি-স্ফোরক চা-ঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উত্তরাখণ্ডের হলদোয়ানির ।




জেলার কমপক্ষে ৯,০০০ পরিবারের রেশন বন্ধ হয়ে যেতে পারে। ।এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের ‘স্মার্ট রেশন কার্ড’ থাকে। তার ফলে দেশের যে প্রান্ত থেকে রেশন তোলা যাবে। সেজন্য বাধ্যতামূলকভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে হবে। কিন্তু তারপরও অনেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করেননি বলে হলদোয়ানি প্রশাসনের তরফে দাবি করা হয়েছে।




যাঁরা এখনও সেই কাজ করেননি, তাঁদের আগামী মাস থেকে রেশন বন্ধ হয়ে যেতে পারে। সূত্রের খবর, রাজ্যের তরফে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা নেই, তাঁদের যেন রেশন প্রদান বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে পশ্চিমবঙ্গের কিন্তু ইতিমধ্যে এর কাজ অত্যন্ত দ্রুত হারে করা হচ্ছে নবান্ন থেকে নির্দেশ দেয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু এই কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে নবান্ন সূত্রে খবর,




আপাতত রাজ্যে ১০ কোটি ৩২ লাখ মানুষের কার্ড আছে। ১৬ লাখ উপভোক্তার রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। ইতিমধ্যে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ সেরে ফেলেছেন প্রায় ৬.৫ লাখ মানুষ। এখনও যাঁরা রেশন এবং আধারের সংযোগ করে উঠতে পারেননি, তাঁরাও যাতে দ্রুত কাজটা সেরে ফেলেন, সেই চেষ্টা করছে রাজ্য।











